ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি,ধানসিঁড়ি জোন পর্যায় এর উদ্ধোধন।


মার্চ ১১, ২০২১ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

 

জামাল কাড়ালঃ

বরিশাল প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল বিভাগের ৬টি জেলার অংশগ্রহণে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়-২০২১ এর শুভ উদ্বোধন হয় ১০ই মার্চ সোমবার সকালে এ সময়
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন সম্মানীত অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম।
উল্লেখ্য যে এ-সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয়, জেলা প্রশাসক বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়গন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।