রংপুর প্রতিনিধিঃ মিলন চন্দ্র রায়
রংপুর জেলার গংগাচড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ”করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিশনার (ভূমি) শরিফুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মৌসুমী আকতার। বিশ্ব খাদ্য কর্মসূচী, আরডিআরএস বাংলাদেশ, পল্লী শ্রী, দি হাঙ্গার প্রজেক্ট প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সামসুদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে কিশোর-কিশোর ক্লাবের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।