ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১

রক্তাক্ত মিয়ানমার, গুলিতে নিহত ৩৯


মার্চ ১৫, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ ফের রক্তাক্ত হলো মিয়ানমারের রাজপথ। জান্তা সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে একদিনেই নিহত হয়েছেন ৩৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম পুলিশের গুলিতে এত মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীরা এদিন লাঠি ও ছুরি নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার হ্লাইং থারিয়ার এলাকায় বিক্ষোভের ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি বিক্ষোভকারীদের অনেককে সঙ্গে ঘরে বানানো ঢাল আর হেলমেট দেখা গেছে। পুরো এলাকা ছেয়ে ছিল কালো ধোঁয়ার আস্তরণে।

সেখানে দুটি কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে আন্দোলন অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।