পরমাণু বোমা বহনে সক্ষম দু’টি মার্কিন বি-৫২ বোমারু বিমান আবার মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান মার্কিন বোমারু বিমান দু’টিকে সঙ্গ দিয়েছে।
ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইল জানিয়েছে, রোববার (৭ মার্চ) প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান স্কর্ট করে নিয়ে যায়।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বোমারু বিমানকে সঙ্গ দেয়ার এই ঘটনা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তেল আবিবের কৌশলগত সহযোগিতার আরেকটি বড় প্রমাণ।
মার্কিন বি-৫২ বিমান দু’টি সৌদি আরব ও কাতারের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধবিমানও সেগুলোকে সঙ্গ দেয়।
মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করা এবং যেকোনো আগ্রাসহ প্রতিহত করার প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে তারা দু’টি বোমারু বিমানকে এ অঞ্চলের আকাশে উড়িয়েছে।
এ নিয়ে গত ছয় মাসে সাত বার মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিল। তবে ইসরাইলি জঙ্গিবিমান কর্তৃক মার্কিন বি-৫২ বোমারু বিমানকে স্কর্ট করে নিয়ে যাওয়ার দৃশ্য এই প্রথম প্রকাশিত হলো। ইহুদিবাদী ইসরাইল পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এই স্কর্টের মাধ্যমে দৃশ্যত মধ্যপ্রচ্যে নিজের সামরিক উপস্থিতি জাহির করার চেষ্টা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭