ঢাকাশুক্রবার , ২৬ মার্চ ২০২১

বায়তুল মোকাররমে সংঘর্ষ, আহত ৫৫ জন ঢামেকে


মার্চ ২৬, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংঘর্ঘের ঘটনায় আহত ৫৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠন। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাও মুসল্লিদের উপর হামলা চালায়। মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তুলে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।