মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ যাত্রী আহত ঘটনা ঘটে। শনিবার বিকাল সাড়ে৫ টার দিকে লৌহজং উপজেলার মেদিনী মন্ডল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিশা পরিবহনের যাত্রাবাড়ী বাস নং ঢাকা মেট্রো-ব-১৫- ৩৭৪৮ বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাত্রাবাড়ী থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে চালক বাসটি বেপরোয়া ও দ্রুতগতিতে চালিয়ে ঘটনাস্থলে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গিয়ে ৬ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতরা হলেন কামরুজ্জামান,পিতা- জাহিদ হোসেন, গ্রাম পাচড়া,থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, মেঘলা,স্বামী আলামিন, গ্রাম- মুন্সিকান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, মারুফা(১৪),পিতা মহিবুল্লাহ, মহিবুল্লাহ, পিতা- মাজারুল ইসলাম, মাসুরা(১১),পিতা মহিবুল্লাহ সকলেই ঢাকা, ফিরোজ, পিতা-রহমতউল্লাহ, মাদারিপুর। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনা স্থলে চলে এসেছি। স্থানীয়রা আমরা আসার পূর্বেই আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি আই সোহরাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ দুর্ঘটনায় ৬ জন যাত্রী আহত হয়েছে।স্থানীয়রা আমরা আসার পূর্বেই আহতদের উদ্ধার করে হাসপাতালে করেছে। যান চলাচল স্বাভাবিক আছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭