চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর থেকে ফয়হাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেলকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে খুনের দায়ে আটক হওয়া কয়েদি নরসিংদী জেলার রায়পুরের বাসিন্দা মো. ফরহাদ হোসেন রুবেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হয়। এই ঘটনা গণমাধ্যমে আসার পর নগরীর কোতোয়ালি থানায় প্রথমে জিডি এবং রাতে একটি মামলা দায়ের করা হয়। একইসঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহারের পাশাপাশি দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করেন কারা কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭