ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১

পলিটেকনিক শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ


ফেব্রুয়ারি ৭, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে।

২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।