ঢাকারবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ফের বেপরোয়া অটোচালকরা অতিরিক্ত ভাড়া আদায়। দেখার কেউ নেই।


ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

জামাল কাড়ালঃ

বরিশাল প্রতিনিধি।

 

বরিশাল নগরীতে অআটোরিকসা, সিএনজি, মাহিনদ্রা,খুবই বেপরোয়া হয়ে উঠছে যাত্রীদের কাজ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ভোগান্তিতে সাধারন পথযাত্রীরা। অটোচালকরা কোন না কোন ইসু দেখিয়ে ভাড়া বাড়াচ্ছে চরমোনাই মাফিল শেষে লাখো মুসুল্লিরা যার যার উদ্দেশে রহওনা দেয়, লাখো মুসুল্লিদের দেখে অতিরিক্ত ভাড়া বাড়িয়ে দেয় অটোচালকরা,এতে বিপাকে পরে মুসুল্লিরা,পাশাপাশি সাধারন পথযাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। নগরী রুপাতলী থেকে লঞ্চঘাট ভাড়া ১০ টাকার পরিবর্তে ২০ টাকা নিচ্ছে চালকরা। আবার দেখা যায় লঞ্চঘাট থেকে নথুল্লাবাত ভাড়া ১০টাকার পরিবর্তে ২০টাকা নিচ্ছে আবার রুপাতলী থেকে গ্যাসষ্টারবাইন বাড়া ৫টাকার পরিবর্তে নেওয়া হয় ১০টাকা, চরমোনাই থেকে আশা মুসুল্লি মোঃ করিম নামে এক ব্যক্তি বলেন প্রতিদিন আমরা গাড়ীতে যে ভাবে ভাড়া দেই। আজ আমাদের জিম্মি করে ভাড়া বেশি নিচ্ছে অটোচালকরা। দেখা যায় অতিরিক্ত অটোরিকশা হওয়ায় যানজট ক্রমেই বাড়ছে কমছে না। প্রতিদিন কোন না কোন ঘটছে নানান দুর্ঘটনা জানা যায় লাইসেন্স বিহীন অটোরিকশা চলাচল নিষেধাজ্ঞা থাকলেও মানাছে না এই বেপরোয়া অটোচালকরা প্রতিদিন শতশত অটোরিকশা অবধ্য ভাবে চলাচল করে ট্রাফিকপুলিশ সামনে দিয়ে দেখেও দেখে না। নগরী রুপাতলী বাসষ্টান্ড সন্ধার পরে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয় রাস্তার এপার ওপার যেতে খুবই সমেস্যা, এতে দুর্ঘটনা আশংকা থাকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।