ঢাকাশনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ খবর

উ. কোরিয়া ছাড়লেন রুশ কূটনীতিকরা


ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তর কোরিয়ায় এক অদ্ভুত পরিস্থিতি ও নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কয়েকজন রুশ কূটনীতিক। করোনাভাইরাস প্রতিরোধে পিয়ংইয়ংয়ের কঠোর পদক্ষেপের জেরে হাতেঠেলা রেল ট্রলিতে করে সীমান্ত পার হতে হয়েছে এসব কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের একটি দলকে।

আট সদস্যের দলটি ট্রেন এবং বাসে করে সীমান্ত এলাকায় পৌঁছার পর রুশ সীমান্ত পাড়ি দিতে হাতেঠেলা ট্রলিতে প্রায় এক কিলোমিটার রেললাইন পাড়ি দেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত বছরের যাত্রী পরিবহণ সেবার বেশির ভাগই বন্ধ রেখেছে উত্তর কোরিয়া।

এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। দেশটির সরকারের দাবি, কড়াকড়ি আরোপের ফলে কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। তবে এই দাবি অস্বীকার করে আসছে পর্যবেক্ষক সংস্থাগুলো। খবর দ্য গার্ডিয়ান ও কেসিএনএর।

শুরুতেই ট্রেন ও বাস চলাচল নিষিদ্ধ করে উত্তর কোরিয়া। বেশির ভাগ আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়। পিয়ংইয়ং ছেড়ে যেতে রুশ কূটনীতিকদের এই অস্বাভাবিক ট্রলিযাত্রা করা ছাড়া অন্য কোনো বিকল্প খোলা ছিল না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘এক বছরের বেশি সময় ধরে যাত্রীবাহী যানবাহন ও সীমান্ত বন্ধ থাকায় বাড়ি ফিরতে দীর্ঘ এবং কঠিন যাত্রা বেছে নিতে হয়।’ ওই পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা গেছে কূটনীতিকরা ট্রলিতে স্যুটকেস রেখে তা হাতে ঠেলে নিয়ে যাচ্ছেন।

ট্রলিটির ‘মূল ইঞ্জিনের’ ভূমিকায় ছিলেন দূতাবাসের থার্ড সেক্রেটারি ভ্লাদিসলাভ সরোকিন। তিনি তুমেন নদীর রেলসেতু ওপর নিয়ে ট্রলিটি ঠেলে রাশিয়ায় নিয়ে যান। এর আগে রুশ সীমান্তে পৌঁছাতে গ্রুপটি ৩২ ঘণ্টার ট্রেন যাত্রা এবং দুই ঘণ্টার বাসযাত্রা করে।

এই যাত্রায় তাদের মধ্যে সরোকিনের তিন বছর বয়সি মেয়েও ছিল। সীমান্ত পার হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে একটি বাসে করে তারা ভ্লাদিভোস্টক বিমানবন্দরে পৌঁছান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।