জামাল কাড়ালঃ
বরিশাল প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত তিনদফা দাবি না মানায় ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে পুনরায় মহাসড়ক অবরোধে নেমেছে শুক্রবার (১৯ ফেব্রয়ারী) বিকেল ৫ টার সময় বিশ্ববিদ্যালয়ের সামনে। পটুয়াখালী মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এরআগে বিকেলে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। এদিকে সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছে বরিশালসহ, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা। সন্ধার পর রুপাতলী থেকে বিশ্ববিদ্যালয় পযন্ত যান চলাচল আটকে দেয়। কুয়াকাটা থেকে আশা যাত্রীকে শ্রমিক ভেবে শিক্ষার্থীরা মারধরের করেছে এমন অভিযোগ উঠেছে। উল্লেখ্য রুপাতলী বিআর টিসি কাউন্টার সজল নামে এক শিক্ষার্থী গাড়ীর সীট নিয়ে কলম্যান রফিকের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।, পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে ঘটনাস্থলে পুলিশ নিয়ান্ত্রে আনে পরে কলম্যান রফিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে১৭ ই ফেব্রুয়ারি রাত ১টার দিকে বাস শ্রমিকরা শিক্ষার্থীদের মেসে গীয়ে শিক্ষার্থীদের মারধর করে তাতে ১৫ জন আহত হয়,পরে শিক্ষার্থীদের শেরে ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে কয়েজন গুরুতর অবস্থা। ৭ দিনে আল্টিমেটাম দেওয়া হয়েছিলো এই হামলাকারীদের এখন পযন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।