কেএম সবুজঃ
খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন,নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বিপর্যয়, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে আজ। শুক্রবার সকাল ১১ঃ৩০ টা থেকে আশুলিয়া প্রেসক্লাবে আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সবুজ আন্দোলন পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার, সবুজ আন্দোলন পরিচালক নাদিয়া নূর তনু,ব্যারিস্টার এ এইচ ইমাম হাসান ভূঁইয়া,সভা-প্রধান হিসাবে ছিলেন-আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়,সঞ্চালনায় ছিলেন লোকমান হোসেন খোকা।
এ সময় বাংলাদেশের সবুজ পরিবেশ টিকিয়ে রেখে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা জন্য সবাইকে সচেতন করা হয়। কলকারখানার দূষিত বর্জ ও গাছপালা নিধনের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবুজ পরিবেশ টিকিয়ে রাখার আহ্বান ও জানান বক্তারা।