ঢাকাবুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মেট্রো পলিটন পুলিশের ওপেন হাউস ডে অনুষ্টিত।


ফেব্রুয়ারি ১০, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জামাল কাড়ালঃ

বরিশাল প্রতিনিধি।

বরিশাল মেট্রো পুলিটন নির্মাণাধীন বিএমপি এয়ারপোর্ট থানা ভবন এয়ারপোর্ট থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ১০ ই ফেব্রুয়ারি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।
এসময় তিনি বিগত ওপেন হাউজ ডে’তে উপস্থাপিত ভুক্তভোগীদের সমস্যার বিপরীতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করেন এবং উপস্থিত সকল ভুক্তভোগীর সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করেন।
তিনি বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।
আপনার নিজের প্রয়োজন না থাকলেও সমাজের প্রয়োজনে এই ওপেন হাউজ ডে তে আপনি নিয়মিত আসবেন, যারা জানে না এর সুফল জানিয়ে তাদের কেও নিয়ে আসবেন।
ওপেন হাউজ ডের মাধ্যমে আমরা জানতে পারি, জমি থেকে বা জমির বিরোধ থেকে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়, ফৌজদারি মামলার অবতারণা জমিজমা থেকেই বেশি হচ্ছে।
ওপেন হাউজ ডে, বিট পুলিশিং কার্যালয় সহ বিভিন্ন মাধ্যমে এ সংক্রান্ত যে আবেদন-নিবেদন গুলো আমরা পেয়ে থাকি, তা সমাজে প্রো-অ্যাকটিভ পুলিশের অংশবিশেষ, যা সমাজে অপরাধ দানা বাধার আগেই তা নির্মূল করার প্রক্রিয়া।
অপরাধ যাতে সংঘটিত হতে না পারে সেজন্য শুরুতেই সেগুলোতে হস্তক্ষেপ করে তাদেরকে আইনে চলার জন্য যদি প্রত্যেকটা আন্তরিকতার সাথে দেখে
পরামর্শ দেই, সচেতন করি তাহলে এগুলো থেকে বড় ধরনের কোন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্ভব বা বড় ধরনের কোনো সংঘর্ষ হবে না।

তিনি আরও বলেন, ওপেন হাউজ ডে প্রো-অ্যাকটিভ পুলিশিং এর একটি বড় অংশ। প্রতি মাসে জমি সংক্রান্ত বিরোধ নিরসনের যে সমস্যাগুলো আমরা হ্যান্ডেলিং করছি এতে আমাদের একটা অভিজ্ঞতা সঞ্চার হয়।
এ সমস্যাগুলো সুন্দর সমাধান কিভাবে করা যায় সে ক্ষেত্রে সবাইকে এগুলোর থেকে শিক্ষা নিতে হবে।
এই ধারণাটা যদি পরিষ্কার থাকে তাহলে থাকে তাহলে থানা এলাকার জমি সংক্রান্ত বিরোধ অনেকটাই কমে আসবে।যেমন ওপেন হাউজ ডে’তে আগে যে অভিযোগগুলো আসত এখন তাও অনেকটাই কমে আসছে।
জমির প্রতি ন্যায়সঙ্গত দাবি থাকতে পারে দাবি আদায় করতে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্ভব, হয় এমন কিছু করা যাবে না।
ন্যায়সংগত অধিকারের দাবী নিয়ে অপথে -কুপথে জোরজবরদস্তি পূর্বক কোন আক্রমণ করা চলবে না।আইন সঙ্গত পথে হাঁটতে হবে।
সমাজে একটা পুরনো ধারণা ছিল, যেমনেই হোক জমি আমার দখলে রাখতে হবে। দখলদারকে বিতাড়িত করার পুরনো সংস্কৃতি সমাজ থেকে তুলে দিতে হবে। বিট পুলিশিং হতে পারে এই সমস্ত সমস্যাগুলো শান্তিপূর্ণভাবে সমাধানের সামাজিক উপায়।
ন্যায় সঙ্গগত কোন দাবি থাকলে, ন্যায় সঙ্গত নির্ধারিত যে পথ আছে সেই পথে হাঁটতে হবে।এছাড়া পুলিশ বা আদালত কোথাও কোনো প্রকার সহযোগিতা পাবেন না পুরনো প্রথা চলবে না।
পুলিশ একা কোন কাজ করতে পারেনা, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার জনগণের সম্পৃক্ততা, সহযোগিতা সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ সমাজ উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম বলেন, পুলিশ সম্পর্কে আপনাদের যে পুরনো ধারণা ছিলো, আমরা আর সেগুলোর মাঝে সীমাবদ্ধ নেই। ভুক্তভোগীর সেবা ও পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা জানে না, আসে না তাদেরকে গিয়ে এবিষয়ে বেশি বেশি অবগত করবেন।
বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই।এ জন্য জনসাধারনকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে।সব সময় সকল তথ্য পুলিশের কাছে থাকেনা।তাই অপরাধ মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করুন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা বলেন, সবার সহযোগিতার মাধ্যমে নিজেরা সচেতন হতে পারলেএকটি নিরাপদ সমাজ উপহার দিতে পারবো।
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান বলেন,ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের কথা গুরুত্বের সাথে শুনে তাৎক্ষনিক সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।আপনাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যাবস্থা করার চেষ্টা করবেন।সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী সনাক্ত করা সহ অনেক গুরুত্বপূর্ন তথ্য উদঘাটন করা হয় ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, অফিসার্স ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ জাহিদ বিন আলম।
এসময়ে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত এয়ারপোর্ট থানা বিএমপি জনাব শাহ মোহাম্মদ ফয়সাল,পুলিশ পরিদর্শক অপারেশন জনাব বিপ্লব, এয়ারপোর্ট থানার অফিসারবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।