ঢাকাবুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বড়ভিটায় বিটপুলিশিং এর সমাবেশ অনুষ্টিত।


ফেব্রুয়ারি ১০, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

 

নীলফামারী কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবসময় প্রাতিষ্ঠানিকভাবে কথা বলেছে বাংলাদেশ পুলিশ এর দায়িত্বরত বিটপুলিশিং শাখা গুলো। তারপরেও সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনার পর দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও র‌্যালিগুলোর আওয়াজ মেনে নিয়ে সরকার যখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করলো তখন পুলিশের পরবর্তী ভূমিকার দিকে সব মহলের রয়েছে নিরবচ্ছিন্ন মনোযোগ। এই আইন কার্যকর করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে পুলিশকেই। দেখাতে হবে কঠোর মনোভাব। তবে আসামি ধরার চেয়ে আইনের কঠোরতাকে দেশবাসীর কানে পৌঁছে দিতে কিশোরগঞ্জ থানার বড়ভিটা ইউনিয়নের দায়িত্বরত বিটপুলিশিং অফিসার এস আই মোঃ আনোয়ার হোসেন এবং এ এস আই জুয়েল হোসেন বড়ভিটার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের খুব কাছে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির অসামান্য কর্মসূচি পালন করে চলছে প্রতিনিয়ত। এমন অপরাধ যাতে আর না হয় তার জন্য জনগণের উপলব্ধি বাড়াতে এবং ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন, সহনশীল ও সতর্ক করতে তাঁদের এমন দৃহতার কথা বলে জানান এই দায়িত্বরত পুলিশ অফিসাররা। তাদের আহ্বানে সাড়া দেন শত শত মানুষ। যার মাধ্যমে বড়ভিটা ইউনিয়নের মতো প্রত্যন্ত অঞ্চলে এত দ্রুতো ছড়ানো সম্ভব হয়েছে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী মনোভাব ও আইনটির কঠোরতার মাত্রা।

উক্ত উঠান বৈঠকের ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি মেলাবর সাধুর বাজার মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে এস আই আনোয়ার হোসেন তাঁর ভাষণে বলেন,খারাপ মানুষের কাছে আপনারা আর জিম্মি হয়ে থাকবেন না, কারণ পুলিশ এখন সর্বদাই আপনাদের পাশে আছে। আজ আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। বিট পুলিশিং কথায় নয়, কাজে প্রমাণ করতে চায়” পুলিশ জনগণের শত্রু না, পুলিশ জনগণের বন্ধু”। এভাবে নীরলস প্রচেষ্টার মাধ্যমে এই দায়িত্ববান অফিসাররা বড়ভিটাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপস্থাপন করার প্রয়াস ব্যাক্ত করছেন। সাধারণ লোকেরা বলছে ইতিপূর্বে আমরা কখনও পুলিশকে এতটা কাছে পাইনী যতটা আজকে আমরা আমাদের বিপদে – আপদে সহায়তা নিতে পারছি তাদের কাছ থেকে। এলাকার শিক্ষিত মহলের লোকেরা সাধুবাদ জানিয়েছেন বিটপুলিশিং এর এমন কার্যাবলিকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।