ঢাকাশুক্রবার , ৫ ফেব্রুয়ারি ২০২১

বরিশালে মিল চালু কর বকেয়া পরিশোধ করার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ।


ফেব্রুয়ারি ৫, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

জামাল কাড়ালঃ

বরিশাল প্রতিনিধি।

অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইল মিল চালু কর শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করার দাবীতে বিক্ষোভ করেছে নারী পুরুষ সোনারগাও শ্রমিক কল্যাণ পরিষোদ। তাদের দাবী মিল চালুসহ বেতন বকেয়া পরিশোধ না করার পযন্ত এ আন্দোলন অব্যহত থাকবে,শ্রমিকরা আরো জানান গত সাত মাস ধরে করোনাকালীন হইতে আমরা বেকারক্তু জীবন জাপন করছি মিল মালিক আমাদের এখন পযন্ত কোন খোজ খবর নেয়নি। শ্রমিক কল্যাণ পরিষোদের সভাপতি মোঃ বেল্লাল গাজী সাংবাদিককে জানান গোপনে মিলের মালিক টেক্সটাইল লিঃ মিলের মালামাল সরানোর চেস্টা চালাচ্ছে আমরা তা টের পেয়ে দিন রাতভর পাহারা দিচ্ছি আমাদের বকেয়া পরিশোধ না করার পযন্ত মিলের মালামাল সরাতে দেওয়া হবে না। তিনি আরো বলেন জেলা প্রশাসক মহাদয় তিনি ছুটিতে আছেন তিনি না আশা পযন্ত আমাদের এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবো। আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ পরিষোদের সাধারন সম্পাদক মোঃ হারুন শরিফ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।