মোঃ সাফিউল আজীম খানঃ
হঠাৎ করেই কাস্টমসের কড়াকড়িতে মদের বাজারে সংকট তৈরি হয়েছে। অবৈধপথে দেশে মদ ঢোকা প্রায় বন্ধের পথে। এই সুযোগে একশ্রেণির অবৈধ ব্যবসায়ী ভেজাল মদ তৈরি করে বাজারে ছাড়ছে। গত এক সপ্তাহে এই ভেজাল মদপানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। ভেজাল মদপানে কেন মৃত্যু হচ্ছে?
বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল মদে অ্যালকোহল হিসেবে মিথানল ব্যবহার করছে। যা মানব দেহের জন্য শতভাগ ক্ষতিকর। এটা পান করলে দুই ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। মিথানল মূলত কাঠ বার্নিশে কিংবা বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। এটা কোনোভাবেই পানের উপযোগী নয়। এটার কারণেই মৃত্যুর সংখ্যা বেড়েছে।
গাজীপুরের সারা রিসোর্টে গত শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দেন একটি নামকরা বিজ্ঞাপনী সংস্থার কিছু কর্মকর্তা ও কর্মচারী। সেখানে রাতে তারা মদপান করেন। পর দিন ফেরার পথে ৯ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় ভেজাল মদপানে ১০ জন মারা গেছেন। গত কয়েক দিন মদপান করার পর অসুস্থ হয়ে ভাটারা থানা এলাকায় তিন জন, ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক জন ও মোহাম্মদপুর থানা এলাকায় দুই জনের মৃত্যু হয়েছে। যা রাজধানীসহ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।