বার্তা সংস্থা রয়টার্স মার্কিন একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ‘এমভি হেলিওস রে’ নামের এ জাহাজটি বিস্ফোরণের কবলে পড়ে। এতে জাহাজটির দুইপাশে গর্তের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
জাহাজের মালিক রামি উনগারের বরাত দিয়ে ইসরাইলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে দেড় মিটার ব্যাসার্ধের দুটি গর্তের সৃষ্টি তবে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা ক্রুদের কেউ হতাহত হয় নি।
বিস্ফোরণের পর জাহাজটিকে আবার বন্দরের দিকে ফিরিয়ে নিতে বাধ্য হন ক্যাপ্টেন। গতকাল শুক্রবার প্রকাশিত ছবিতে দেখা যায় জাহাজটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
মেরিন ট্রাফিক ডট কম থেকে পাওয়া স্যাটেলাইট ট্র্যাকিং ডাটার তথ্য অনুযায়ী, সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে বুধবার জাহাজটি ছেড়ে যায় এবং আগামী ৫ মার্চ সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল।
স্যাটেলাইট ট্র্যাকিং ডাটার তথ্য অনুযায়ী, জাহাজটি শুক্রবার প্রায় আরব সাগরে পৌৗঁছানোর কাছাকাছি অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করেই সেটি গতিপথ পরিবর্তন করে এবং হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, জাহাজটি ওমান সাগরেই অবস্থান করছিল এবং হরমুজ প্রণালীতে পৌঁছাতে পারে নি। জাহাজটির গন্তব্য এখনো সিঙ্গাপুরই রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭