কেএম সবুজ (আশুলিয়া) থেকেঃ ঢাকা আশুলিয়ার কাঠগড়া পলানপাড়ায় মোহাম্মাদ আলী(৬) নামের এক শিশু অপহরনের ঘটনা ঘটেছে।অপহরনকারীরা ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে বলে অভিযোগ তুলেছে শিশুটির পরিবার । এ বিষয়ে আশুলিয়া থানায় গত ২৩ শে ফেব্রুয়ারী একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যাহার নং ১৬৪৬ ।
পরিবার সূত্রে জানা যায়, ২৩ তারিখ মঙ্গলবার আনুমানিক বিকাল ৩ টার দিকে খেলতে বের হয় শিশু মোহাম্মাদ আলী্ । এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও অনেক খোঁজাখুজি করে আর সন্ধান পাওয়া যায়নি।তবে শিশুটির মায়ের মুঠোফোনে এসএমএস এর মাধ্যামে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে । এ বিষয়ে শিশুটির বাবা ভোরের খবরকে জানান, তার ছেলে নিখোঁজের সময় থেকেই তার বাড়ির জাকির নামের এক ভাড়াটিয়া নিখোঁজ রয়েছে।
সে তার বাড়িতে ব্যাচেলর হিসাবে বাসা ভাড়া নিয়ে থাকতো । শিশু মোহাম্মাদ আলী(৬) কে ভাড়াটিয়া জাকির কর্তৃকই অপহরণ হয়েছে বলে সন্দেহ তাদের । অপহরনকৃত শিশু মোহাম্মাদ আলীকে উদ্ধার করে অপহরনকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, মোহাম্মাদ আলী(৬) আশুলিয়ার কাঠগড়া পলানপাড়ার শহিদ মোল্লা মাতা: আনোয়ারা বেগম। শিশুটির উদ্ধারের জন্য মা আনোয়ারা বেগম আকুল আবেদন করেছেন আইনঙ্খূলা বাহিনীর কাছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭