স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। এসব কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে সময় চেয়ে চিঠি দিয়েছে দলটি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এ চিঠিটি আইজিপির দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭