ঢাকাসোমবার , ১৮ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গিতে ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব‌্যবসায়ী আটক।


জানুয়ারি ১৮, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সাফিউল আজীম খানঃ

গাজীপুরের টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। শনিবার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব   -১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন দৈনিক ভোরের খবরকে  জানান, ঐদিন গভীর রাতে ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে জানতে পারে গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে টঙ্গীতে আসছে। পরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় চাঁদপুর সদরের শ্রীরামদী এলাকার সাগর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ এলাকার কানাই দাসকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও ট্রাক থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।