ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রানা প্লাজার সামনে শহিদ বেদি রক্ষার দাবিতে সমাবেশ।


জানুয়ারি ১২, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সাফিউল আজীম খানঃ

সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী শহিদ বেদি ভাঙার পরিকল্পনা করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শহিদ বেদি রক্ষা কমিটি। গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন ও বামপন্থি সংগঠনগুলো। সমাবেশে রানা প্লাজা ধসে আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। রানা প্লাজার সামনে যেখানে শহিদ বেদি রয়েছে তার সামনে দিয়ে ড্রেন নির্মাণ করা হলে শহিদ বেদিটি ভেঙে ফেলে দেওয়া হতে পারে। এই শঙ্কা থেকে ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সংগঠনগুলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।