স্টাফ রিপোর্টারঃ আসন্ন সাভার পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেফাত উল্লাহের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ঢাকা-১৯ সাবেক এমপি ডা. সালাহউদ্দিন বাবু। এসময় সাভারের সাধারণ জনগণকে সাথে নিয়ে রেডিও কলোনি থেকে শুরু করে সালাউদ্দিন বাবুর সাভারের বাস ভবণে গিয়ে প্রচারণা শেষ করেন। এ সময় সাথে ছিলেন, বিল্টু চেয়ারম্যান, সাভার পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সাইফুর রহমান, সাভার পৌর ছাত্রদলের সহঃ সাধারণ সম্পাদক, আরমান হোসেন বাবু সহ অনেকেই। এ সময় গণসংযোগে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়ে গণতন্ত্র উদ্ধারের আহ্বান জানান নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭