চীফ রিপোর্টারঃ ঢাকার শিলাঞ্চল আশুলিয়ায় বেড়েই চলছে মাদকের দৌড়াত্ব। সহজলভ্যতার কারণেই প্রতিনিয়ত বাড়ছে আসক্তের সংখ্যা। কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাসের কারণে লকডাউনের মধ্যেও চড়া মূল্য হোম ডেলিভারিতে দেওয়া হত মরণনেশা ইয়াবা। তারই কিছু তথ্যচিত্র ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। এর মধ্যে আশুলিয়ার জিরাবো,বাগানবাড়ি,কুন্ডলবাগ,বালুরমাঠ,ঘোষবাগ সহ বেশ কিছু এলাকা মাদকের হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ঘোষবাগের রাজু ওরফে নূর মোহাম্মাদ অত্র অঞ্চলগুলোর মাদকের ডিলার হিসাবে কাজ করে। তার সাথে ইয়াবা ডেলিভারিতে নিযুক্ত রয়েছে আরও ডজন খানেক সাঙ্গপাঙ্গ। এলাকাবাসীর অভিযোগ, নূর মোহাম্মদ তার পরিবারের অবাধ্য হয়ে মাদক কারবারির সাথে প্রথমে সংযুক্ত হয়ে এখন সরাসরি ডিলার হিসাবে পরিচিত লাভ করেছে। এলাকার সচেতন মহলের কেউ মাদকের বিরুদ্ধে মুখ খুললেই মাদক দিয়ে ধরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এরপর টাকার বিনিময়ে আবার ছাড়িয়ে আনার ও চাক্ষুষ প্রমাণ রয়েছে। এই মাদক কারবারির রোষানল থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট মহলের সু- দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, নূর মোহাম্মদ ঢাকার আশুলিয়া ঘোষবাগ এলাকার আলী মিয়া ওরফে ফালুর ছেলে। সে ঘোষবাগের সোনিয়া গার্মেন্টস্ ফ্যাক্টরির পেছনের রিক্সার গ্যারেজে বসে প্রকাশ্য মাদক বিক্রি করে। তার সাথে প্রশাসনের একটি অসাধু মহল জড়িত থাকার ও অভিযোগ রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭