ঢাকাশুক্রবার , ৮ জানুয়ারি ২০২১

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৫


জানুয়ারি ৮, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৩৪জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭৮৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ২০ হাজার
৬৯০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৩৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।