ঢাকামঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১

ইরানে তালেবান প্রতিনিধি দল


জানুয়ারি ২৬, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আলোচনার জন্য তালেবানের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকালে তেহরান পৌঁছেছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর স্পুটনিকের।

খাতিবজাদেহ জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনা করতে তালেবান প্রতিনিধিদলের এ সফর।

তালেবান প্রতিনিধিদলটি স্থানীয় সময় সকালে তেহরান বিমানবন্দরে পৌঁছলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

ইরান সফরকালে তালেবান প্রতিনিধিদলটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও আফগানিস্তানবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট আরও বিষয় নিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।