ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২০

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এসবি চৌধুরী আর নাই


নভেম্বর ১১, ২০২০ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মারা গেলেন সেগুফতা বখ্ত চৌধুরী। যিনি এসবি চৌধুরী নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। বুধবার (১১ই নভেম্বরর) বেলা ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবেও। অর্থনীতিবিদ হিসেবে তিনি দক্ষতার পরিচয় রেখেছেন কর্মজীবনে।

বুধবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে তারা নামাজে জানাযা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, সেগুফতা বখ্ত চৌধুরী বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর। তিনি ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।