ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০

আনিসুল করিমের দাফন হয়েছে গাজীপুর সিটির কেন্দ্রীয় কবরস্থানে


নভেম্বর ১০, ২০২০ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসা নিতে গিয়ে ঢাকায় হাসপাতাল কর্মীদের মারধরে নিহত হওয়া বরিশালের সহকারী সুপার মো. আনিসুল করিমের দাফন হয়েছে গাজীপুর সিটির কেন্দ্রীয় কবরস্থানে। আজ মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয়। এর আগে স্থানীয় ভাওয়াল রাজবাড়ি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশ নেয়।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার (৯ই নভেম্বর) তাকে মানসিক চিকিৎসার জন্য আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে ভর্তির পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। গাজীপুরের কৃতি সন্তান আহসানুল করিমের গ্রামের বাড়ি কাপাসিয়ায় উপজেলায় হলেও ছোটবেলা থেকেই থেকেছেন গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।