ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ খবর

ডেঙ্গু কেড়ে নিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের রঞ্জিত দাস চৌহানের প্রাণ


নভেম্বর ১৬, ২০২০ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর মোল্লাঃ ডেঙ্গু কেড়ে নিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র রঞ্জিত দাস চৌহানের প্রাণ। ৪৬ ব্যাচের এই শিক্ষার্থী জ্বরসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ও ছিলেন শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার দিবগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রঞ্জিতের। এর আগে সে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

জানা যায়, রঞ্জিত জন্ডিসের লাস্ট স্টেজে ছিলেন। সঙ্গে ছিলো ডেঙ্গু জ্বর। আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সঙ্গে তার কিডনিতে সমস্যা ছিল। ঢাকা মেডিকেলে আনার ৪০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।