ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা ফ্লাইট স্থগিত


নভেম্বর ১০, ২০২০ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১২ই নভেম্বর বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে জানানো হয়।

ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না জানালেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সঙ্কটকেও কারণ হিসেবে উল্লেখ করেন অনেকে।

প্রসঙ্গত, গত ২৮শে অক্টোবর থেকে ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।