সিলেটে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এসআই আকবর হোসেন ভুঁইয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। আজ বেলা পৌনে দু’টার দিকে মামলার তদন্তকারী পিবিআইয়ের কর্মকর্তা ইন্সপেক্টর আকবরকে সিলেট মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ হোসেন জানিয়েছেন, ৭ দিনের রিমান্ড দেয়া হয়েছে। আকবরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার সহযোগিদেরও নাম বের করার চেষ্টা করা হবে।
২৯ দিন পলাতক থাকার পর এসআই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। গত ১১ই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নগরীর নেহারীপাড়ার যুবক রায়হানকে পিঠিয়ে হত্যা করা হয়েছিলো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭