কেএম সবুজঃ মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাবেক শিক্ষার্থী আনিসুল করিম হাসপাতালে কর্মচারীদের মারধরে মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতালের কর্মচারীদের মারধরের ফলে কয়েক মিনিটে নিস্তেজ হয়ে যান আনিসুর। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মোঃ সাব্বির আলম জানান, সহকারী পুলিশ সুপার আনিসুল করিম সর্বোচ্চ বিচার নিশ্চিতের আহবান জানান। উল্লেখ্য, গতকাল সোমবার সকালে মানসিক রোগে আক্রান্ত আনিসুল হককে রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। পরিবারের অভিযোগ, ভর্তির পরপর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উচ্ছৃঙ্খল আচরণ করায় তারা পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭