কেএম সবুজ (বিশেষ)প্রতিনিধিঃ বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । ২০০০ইং সনের ১৯শে নভেম্বর সাংবাদিকদের পক্ষের এই সংগঠনটির পথচলা শুরু হয়। এর মাঝে সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠিত সংগঠনটির কার্যক্রমে সাংবাদিক সমাজে বিভিন্ন ভাবে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। আমরা নির্যাতিতদের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের পক্ষের ক্লাবটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঢাকার একটি স্থানীয় অফিসে ।প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে সংগঠনটির মহাসচিব আওরঙ্গজেব কামাল বলেন, কভিড-১৯ অর্থ্যাৎ করোনা ভাইরাসের কারণে বড় পরিসরে পালিত না হলেও আগামী মাসে করোনা ভাইরাসের আক্রান্তের অবস্থা বুঝে উদযাপন করা হবে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী।আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থানীয় একটি অফিসে কেক কেটে পালন করা হয় সংগঠনটির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির মহাসচিব আওরঙ্গজেব কামাল,যুগ্ম-মহাসচিব জহিরুল ইসলাম খাঁন লিটন,বাংলাদেশ স্টুডেন্ট ওয়েল ফেয়ারের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ চিশতী,সিএনএন বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শামীম আহম্মেদ,সাংবাদিক হেলাল শেখ,সাংবাদিক আনোয়ার হোসেন,দৈনিক ভোরের খবরের চীফ রিপোর্টার কেএম সবুজ,স্টার টেলিভিশনের অনুষ্ঠান প্রডিউসার জাহাঙ্গীর মোল্লা,সাংবাদিক আব্দুর রাজ্জাক,সাংবাদিক জিহাদুর রহমান সৈকত সহ প্রমুখ।
এ সময় দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা ও নির্যাতিত সাংবাদিকদের কল্যানে সংগঠনটি পরিচালিত হওয়ার আশা ব্যক্ত করেন সবাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭