ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্ব-ইচ্ছায় সভাপতির পদত্যাগ


নভেম্বর ১৬, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 টঙ্গীবাড়ি প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু স্ব-ইচ্ছায় সভাপতির পদত্যাগ করেছেন। গত ১০ নভেম্বর তিনি পদত্যাগ পত্রটি জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মো: মহিউদ্দিন আহম্মেদ এর কাছে হস্তান্তর করেন। তিনি ১৯৮৫ইং থেকে ২০০০ইং পযর্ন্ত নিষ্ঠা ও সততার সাথে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবং ২০০০ইং থেকে ২০২০ইং পযর্ন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তৎকালিন স্বৈর শাসন, বিএনপি, জামায়াতের হাত থেকে দলের নেতা কর্মিদের বিভিন্ন মামলা ও অত্যাচার থেকে রক্ষা করেছেন। তিনি দলকে ভালবেশে বহুবার বিএনপি, জামায়াত, জাতীয়পার্টির হাতে মামলা খেয়ে জেল হাজতে ছিলেন। করোনা কালীন সময়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা বাসীর পাশে দাড়িয়েছে। তার নিজস্ব অর্থায়নে উপজেলার ১৩টি ইউনিয়নে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ বিষয়ে জগলুল হালদার ভুতু জানান- উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খান ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করিবে। আমি তাকে সার্বিক সহযোগিতা করবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।