উয়েফা চ্যাম্পিয়নস লীগ মহারণে আসছে বুধবার বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। এর আগে হোঁচট খেলো ইতালিয়ান জায়ান্টরা। রোববার সিরি আ’য় ঘরের মাঠে হেলাস ভেরোনার বিপক্ষে ৬০তম মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ৭৭তম মিনিটে দেয়ান কুলুসেভস্কির গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
এ নিয়ে ইতালিয়ান লীগে ৫ ম্যাচে তৃতীয় ড্র দেখলো টানা ৯ বারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে পঞ্চম স্থানে। জুভেন্টাস কোচ পিরলো অবশ্য দলের বাজে ফর্ম নিয়ে চিন্তিত নন। ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হবে বলেই ধারণা তার, ‘আমি বার্সেলোনা ম্যাচ নিয়ে উদ্বিগ্ন নই।
কারণ সিরি আ আর চ্যাম্পিয়নস লীগ দুটো সম্পূর্ণ ভিন্ন টুর্নামেন্ট, খেলার ধরনও ভিন্ন।’
গত আগস্টে দলের সাবেক খেলোয়াড় পিরলোকে প্রধান কোচের দায়িত্ব দেয় জুভেন্টাস। জয় দিয়ে মৌসুম শুরু হলেও রোমার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় ‘ওল্ড লেডি’রা। তৃতীয় ম্যাচে জুভেন্টাসের মাঠে নাপোলি খেলতে না আসায় ওয়াকওভার পায় স্বাগতিকরা। ক্রোতোনে ও ভেরোনার বিপক্ষে পরের দুই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে ১-১ গোলের ড্র। পিরলো বলেন, ‘পয়েন্ট খোয়ানোয় আমি হতাশ নই। কারণ আমরা দল গঠনের মধ্য দিয়ে যাচ্ছি। একসঙ্গে কেবল পাঁচটি ম্যাচ খেলেছি আমরা। ভবিষ্যতের জন্য ইতিবাচক দিকই দেখতে পাচ্ছি আমি।’
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জুভেন্টাসের হয়ে টানা তিন ম্যাচ মিস করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনার বিপক্ষে তার খেলা অনিশ্চিত। তবে ম্যাচের ২৪ ঘণ্টা আগে টেস্ট করানো হবে রোনালদোর। ফল নেগেটিভ এলে মেসির বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তিনি। রোনালদোকে ছাড়াই চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম ম্যাচে ডাইনামো কিয়েভকে ২-০ গোলে উড়িয়ে দেয় জুভেন্টাস। অন্যদিকে ফেরেঞ্চভারোসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা।