মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ইং উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ঃ৩০ মিনিটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মাছ ঘাটে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. জাকির হোসেন মৃধ্যা, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান, হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হাওলাদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি ইসহাক খান, সদর উপজেলা সভাপতি জয়নাল আবেদিন জয়,সিরাজদিখান উপজেলা সভাপতি আবু সাইদ খান, সাংবাদিক আপন সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা,বিক্রি করা, মজুদ রাখা সসম্পূর্ণ নিষিদ্ধ। এই ২২ দিন যদি ইলিশের প্রজননের সময়। ২২ দিন যদি ইলিশ মাছ ধরা,বিক্রি করা ও পরিবহন করা অবস্থায় কাউকে পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। অতএব এই ২২ দিন ইলিশ ধরা, বিক্রি করা ও পরিবহন করা থেকে সকলেই বিরত থাকার জন্য আহবান করেন।