কেএম সবুজঃ সাভার ও আশুলিয়ায় যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
আজ (বুধবার) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা.এনামুর রহমান সরণি ও একটি রাস্তা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। ইতোমধ্যে গ্যাসের অবৈধ সংযোগ বিছিন্ন অভিযান চলছে। যারা অবৈধ সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে হতাহতদেরকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে বলে উল্লেখ্য করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।