আপন সরদার (টঙ্গীবাড়ী,মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩৬ টি পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক প্রতি পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন ও ঢেউটিন প্রাপ্ত প্রতিজনকে গৃহনির্মান মঞ্জুরীর নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়। বুধবার সকাল ১১ টায় দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ত্রান ও নগদ অর্থ বিতরণ করা হয়। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত হাসিনা আক্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু। এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বারেক শেখ, ভাইস চেয়ারম্যান নাহিদ খান,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহসান কবির হালদার, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান প্রমুখ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।