আপন সরদার(টঙ্গীবাড়ী) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মোঃ আসলাম শেখ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দ সংস্থা ডিবি পুলিশ।
শনিবার রাত ৮ঃ৩০ মিনিটে কান্দাপাড়া এলাকার ধলেশ্বরী কোল্ট স্টোরেজের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতার কৃত আসলাম শেখ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগরের বাসিন্দা মোঃ আহমদ আলী শেখের ছেলে। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গিবাড়ীর কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে (৫০) পিছ ইয়াবাহসহ আসলাম নামের একজন কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে টঙ্গিবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।