ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২০
আজকের সর্বশেষ খবর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উন্নয়ন কাজ সাময়িক বন্ধ থাকবে: কাদের


জুলাই ২৭, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

এসময় টঙ্গী হতে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর -চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর-এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দেন তিনি। বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ার সাথে সাথে যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই এবার ভোগান্তি কমাতে বিজেএমই’র সাথে পরিকল্পনা করেই বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।