ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২০
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ


জুলাই ৬, ২০২০ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

 মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক, একরাউন্ড গুলি ও ২ শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। রবিবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভা খাসকান্দি জসিম নগরের ধানী জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এক নলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। একই রাতে ডিবি পুলিশের অপর আর একটি টিম পাশ্ববর্তি টঙ্গিবাড়ী উপজেলার ধামারণের একতা কোল্ড স্টোরেজের সামনে থেকে ২ শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। ইয়াবাসহ আটককৃত শামীম (২৫) মুন্সিগঞ্জ শহরের খাসকান্দি এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে ও আনোয়ার হোসেন রাহাত (৪০) শহরের উপকন্ঠ নয়াগাও মধ্যেপাড়ার হাবিবুল্লাহ মাদবরের ছেলে। আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে। উল্লেখ্য উদ্ধার হওয়া অস্ত্রটি প্রায় ১ মাস আগে খাসকান্দি গ্রামে অস্ত্রবহন করে ত্রাস সৃষ্টিকারী খোকনের। ওই ঘটনায় ৪ টি অস্ত্র ব্যবহার করা হলে দুইটি অস্ত্র উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে সেই সময় ব্যবহৃত অবৈধ অপর অস্ত্রগুলোর মধ্যে এখনো দুটি বিদেশি অস্ত্র উদ্ধার হয়নি। এসব বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক মামুন বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্রটি খাসকান্দি গ্রামের নূর হোসেন ভূইয়ার ছেলে খোকন ভূইয়ার। অস্ত্রবহনকারী খোকনকে আগেই গ্রেফতার করা হয়েছে। তার তথ্য মতে রাতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়। একই সময় ধামারণ থেকে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।