ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২০
আজকের সর্বশেষ খবর

১২ ঘন্ট পর উদ্ধার হওয়া সুমন বেপারী মরে গেলে কি মানুষ খুশি হতো?


জুলাই ৩, ২০২০ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিনিধিঃ নানা সমালোচনায় বিদ্ধ সুমনের বেপারীর পরিবার। কিভাবে বাচঁলো কেমনে বাচঁলো দিনভর হাজারো প্রশ্ন হাজারো মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সমালোচনার ঝড়। তবে কি লঞ্চ ডুবির ১২ ঘন্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারীর অপরাধ নাকি বেচেঁ থাকা ভূল ছিলো তার? এমনি প্রশ্ন সুমন বেপারীর পরিবারের। বুধবার সন্ধায় সরজমিনে সুমন বেপারী বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। শারীরিকভাবে অনেকটা দুর্বল। অন্যদিকে তার জীবিত উদ্ধারের খবর শোনার পর দিনভর উৎসুক মানুষের ভীড় জমেই আছে তার বাড়িতে। সুমন বেপারী ভাতিজা সাকিব বলেন, ফেসবুকে অনেকে নানা কথা বলছেন। এসব আমাদের কষ্ট দিচ্ছে। আমার চাচা মরে গেলে লাশের সংখ্যা আরেকটি বাড়লে তাতে কি এসব মানুষ খুশি হতেন? তিনি বলেন, আমার চাচা একটু সরল সহজ মানুষ। তাকে এক ঘটনার কথা বারবার সাংবাদিকদের ছাড়াও অনেকে বলতে হচ্ছে। যে কারণে হয়ত কিছু কথা রিপিট হচ্ছে না হয় বাদ পড়ছে। কিন্তু ঘটনা যেহেতু সত্য সবাই জানুক এতে আমাদের সমস্যা নেই। এদিকে সুমনের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী, মাদ্রাসা শিক্ষক মো. জাহিদসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়। তারা জানান, সুমনের পরিবার স্থানীয়ভাবে খুবই পরিচিত। তার বড় ভাই আব্দুল হাই বেপারী আব্দুল্লাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একাধারে চারবারের নির্বাচিত জনপ্রতিনিধি। তারা খুব ভালো প্রকৃতির মানুষ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।