নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জেবা খাতুন (১৮) নামের এক গৃহবধূকে কাপড় কাটার কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর ঘাতক স্বামী সালাহ উদ্দিনকে (২১) আটক করেছে পুলিশ। বুধবার ১ জুলাই সকালে ওই উপজেলার পাড়ইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে। আটক সালাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদনগর গ্রামের আজিজুল হকের ছেলে। নিহতের বাবা আবুল কালাম আজাদ বলেন, এক বছর আগে আমার মেয়ের সাথে বিয়ে হয় সালাউদ্দিনের । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতো সে। গত সোমবার জেবার কাছ থেকে যৌতুকের টাকা চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। ফলে জেবার উপর শারীরিক নির্যাতন চালায় তাঁর স্বামী। আমার মেয়ে সেইদিনই আমার বাড়ি চলে আসে। মেয়েকে নিতে গতকাল মঙ্গলবার বিকেলে সালাহ উদ্দিন আমার বাড়িতে আসে। রাতের খাবার শেষে তাঁরা ঘুমাতে যায়। সকালে তাঁদের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা সেখানে ছুটে যাই। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি সালাহ উদ্দিন জেবার বুকের ওপর উঠে কাঁচি দিয়ে গলায় খোঁচাচ্ছে। পরে জেবাকে গুরুতর আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, জেবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যে কাঁচি দিয়ে তাঁকে খুন করা হয়েছে, সেই কাঁচিসহ খুনের অন্যান্য আলামত আমরা সংগ্রহ করেছি। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক সালাহ উদ্দিনকে থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭