নিজস্ব প্রতিবেদকঃ করোনা ঝুঁকির মধ্যেই দোকানপাট খুলে দেয়ার পর এবার তা খোলা রাখার সময় আরো তিন ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আগামী ৩রা আগস্ট পর্যন্ত সরকারি অফিস সীমিত পরিসরেই পরিচালিত হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ১লা জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত দোকানপাট সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারি অফিসও বর্তমান নিয়মে এই সময়ে চলবে। এ বিষয়ে মঙ্গলবার রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপনে বিস্তারিত নির্দেশনা থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭