আন্তর্জাতিক ডেস্কঃ আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সুলাউইসি দ্বীপে এই বন্যার কারণে বাস্তচ্যুত হয়েছে কয়েকশ মানুষ।
দেশটির উদ্ধার তৎপরতা সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ এক বিবৃতিতে জানিয়েছেন, এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রবল বৃষ্টিপাতের পর সাউথ সুলাউইসি প্রদেশের নর্থ লুউ জেলার আশেপাশের নদীগুলোর পানি উপকূল প্লাবিত করেছে। বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, প্রায় অর্ধশত বাড়ি আংশিক ডুবে গেছে এবং বাড়িগুলোর ছাদে ভারী কাদার স্তর জমে আছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭