কেএম সবুজঃ ঢাকার আশুলিয়ায় ধারাবাহিকভাবে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিচ্ছে দালাল চক্রের মূলহোতা সিরাজসহ ২০-২২ জন, এদের সাথে আরও অনেকেই সহযোগী হিসাবে রয়েছে। দালালদের এই গ্যাস বাণিজ্যে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে যেখানে-সেখানে গ্যাসের পাইপলাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, বিপদজনক সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। থানায় একাধিক মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না। এ নিয়ে আশুলিয়া থানায় প্রায় ১৫টির মতো মামলা হয়েছে। এক একটি মামলায় প্রায় ৪৫ থেকে ৪৭ জন আসামি। সব মিলিয়ে ১৫টি মামলায় প্রায় ৭ শতাধিক আসামি করা হয়েছে। এসব মামলায় কিছু ইউপি সদস্যকেও আসামী করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, এসব দালালদের কাছে এলাকাবাসী ও গ্যাস সংযোগ ব্যবহারকারী গ্রাহকরা জিম্মি হয়ে পড়েছেন বলে তারা জানান, গ্যাসের অবৈধ সংযোগ না নিলেও বিল দিতে বাধ্য করা হয় তাদেরকে। তিতাস কোম্পানির কিছু অসাধু ব্যক্তির অনিয়ম দুর্নীতির কারণে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে, দায়িত্বে অবহেলা ও অনিয়ম দুর্নীতির কারণে সরকারি সম্পদ গ্যাস হরিলুট হচ্ছে বলে সচেতন মহলের দাবি। বেশিরভাগ বাসা বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি, এই গ্যাস লাইনে নিম্মমানের পাইপ দেওয়ার কারণে অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটছে, এতে শিশুসহ অনেকেইে আহত ও নিহতের ঘটনার শিকার হচ্ছেন, দুর্ঘটনা বা বিস্ফোরণে বোমা ফাঁটার মত বিকট শব্দ হয়।
১৫ ও ১৬ জুলাই ২০২০ইং সরেজমিনে গিয়ে জানা গেছে, (কোভিড-১৯) করোনা মহামারির কারণে প্রায় গত ৩ মাস কোনো অভিযান চালানো হয়নি। তিতাস গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায়। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাসিন্দা মোছাঃ পান্না জানান, আমি গ্যাসের দালালদের ৮৫ হাজার টাকা দিয়েছি, মাঝে মধ্যে আরও দাবি করেন তারা, এই চক্রের সাথে পুলিশও জড়িত আছে বলে তিনি জানান।
পান্না আরও বলেন, আমরা আশুলিয়ার অনেক বাড়ির মালিক ও বাহির থেকে আসা কিছু লোকজন এলাকাবাসী সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছি, এ যেন দেখার কেউ নেই। তিনি আরও বলেন, সরকার যদি বৈধ সংযোগ দেয় তাহলে মানুষ আর সরকারি তিতাস গ্যাসের অবৈধভাবে সংযোগ কেউ ব্যবহার করবে না।
করোনা ভাইরাস মহামারির মধ্যেও নতুন করে ধারাবাহিকভাবে তিতাস গ্যাসের সংযোগ নিচ্ছে অনেকেই, দালালরা নিচ্ছে মোটা অংকের টাকা।
জানা গেছে, গত বছর আশুলিয়ার কাঠগড়ায় তিতাস গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে হাজী আকবরের ১তলা ভবন ধসে ওই বাড়ির ভাড়াটিয়া মাগুড়ার নাজমুল হকের ছেলে দেড় বছরের শিশু তাছিম নিহত হয়। এ সময়ে নারী ও শিশুসহ আরও ৪ জন আহতের ঘটনা ঘটে। ৯-১০ জুলাই ২০২০ইং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টাল গণমাধ্যমে দেখছি যে, আশুলিয়ার কাঠগড়া দূর্গাপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ১০ বছরের ছেলেসহ এক পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ০৮/০৭/২০২০ইং এ ব্যাপারে নিহতের স্বজন আজিজুল বাদী হয়ে একজন ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে আশুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার কাঠগড়া একাধিকবার অবৈধ সংযোগ গ্যাসের লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে তবুও পুলিশ প্রশাসন জড়িতদেরকে গ্রেফতার করছে না। আশুলিয়ার ভাদাইল, পাবনারটেক, বাংলাবাজার, ইয়ারপুর, নরসিংহপুর, জিরাবো, ঘোষবাগ, পুরাতন আশুলিয়া, কাঠগড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অনেক মানুষ আহত ও নিহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। আশুলিয়ার ইয়ারপুর এলাকার মোঃ সিরাজুল ইসলাম ( সিরাজ) জিরাবো এলাকার মোহাম্মাদ আলী, মেম্বার, কাঠগড়ার শাহিনসহ ২০-২২ জন প্রভাবশালী দালাল চক্রের সদস্য মোটা অংকের টাকার বিনিময়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এক একটি বাড়ি ও প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। প্রথমে মোটা অংকের টাকা নিয়ে সংযোগ দেয়, এরপর দালালদের ইচ্ছামত বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতি বাড়ি থেকে প্রতি মাসে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে থাকে দালালরা। পুরো এলাকা থেকে প্রতি মাসে প্রায় কোটি কোটি টাকা কালেকশন করা হয় বলে স্থানীয়রা জানান। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও তাদেরকে গ্রেফতার করা হয় না। এ ছাড়া আশুলিয়ার কাঠগড়া একই স্থানে অবৈধভাবে ৮-১০ বার গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে, এইসব সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নাটকীয়। এ যেন চোর পুলিশের খেলা করছে বলে অনেকেরই অভিমত।
জানা গেছে, যেকোনো এলাকায় দুর্ঘটনা ঘটলে ওই ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক (দিপু), তিনি গণমাধ্যমকে জানান,অপরাধী সে যেই হোক না কেন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাট, নবীনগর, পল্লী বিদ্যুৎ,বাইপাইল, বগাবাড়ি, ইউনিক, শিমুলতলা, জামগড়া, ভাদাইল, পাবনারটেক, নরসিংহপুর, ঘোষবাগ, জিরাবো, কাঠগড়া, মানিকগঞ্জ পাড়া, মীর বাড়িসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে অবৈধ সংযোগের ছড়াছড়ি, অভিযান চালালেও আবার সংযোগ দিয়ে নাটকীয়তা দেখা যায়, এ যেন দেখার কেউ নেই। এসব অবৈধ সংযোগ পেতে দালাল চক্রকে লাখ লাখ টাকা দিতে হয়েছে বলে গ্রাহকরা জানান। তারা বলেন, মাঝে মধ্যে তিতাস কোম্পানির কর্মকর্তারা অভিযান চালিয়ে কিছু সংযোগ বিচ্ছিন্ন করলেও আবার নিজেরা নিম্মমানের পাইপ দিয়ে সংযোগ চালু করেন বেশিরভাগ বাড়ির মালিক। অনেকেই বলেন, এই সংযোগের অর্থ অনেকেই পেয়ে থাকেন, এর কারণে এলাকাবাসী ওই চক্রের দালালদের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। অনেকেই বিভিন্ন উপর মহলের পরিচয় দিয়ে তিতাস গ্যাসের এসব অবৈধ সংযোগ চালাচ্ছেন। অনিয়ম দুর্নীতি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও, এমনই অভিযোগ উঠেছে গ্যাস ব্যবহাকারী গ্রাহক মহলে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় ২২টি খাতে দুর্নীতি হয় উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিল্পাঞ্চলের যেখানে-সেখানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার করায় সরকারের কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে দুর্নীতি সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানী এবং পর্যবেক্ষণমূলক এ প্রতিবেদন হস্তান্তর করেন দুদকের কমিশনার ড. মোজ্জামেল হক খান। “প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুদকের এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, দুদকের এই প্রতিবেদন গুরুত্বের সঙ্গে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে”। দুদক কমিশনার বলেন, ২০১৭ সাল থেকে দুর্নীতির জনশ্রæতি রয়েছে এমন ২৫টি সরকারি প্রতিষ্ঠানের আইন, বিধি, পরিচালনা পদ্ধতি, সরকারি অর্থ আত্মসাৎ অপচয়ের দিকগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছে কমিশন। এসব প্রতিষ্ঠানের জনসেবা দেওয়ার ক্ষেত্রে সফলতা ও সীমাবদ্ধতা, আইনি জটিলতা, সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির কারণগুলো সঠিকভাবে তদন্ত করে তা বন্ধের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করে প্রতিবেদন দাখিলের জন্য ২৫টি প্রতিষ্ঠানিক টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি টিমের প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশনার আরও বলেন, এসব টিম অনুসন্ধান চালিয়ে দুর্নীতির উৎস দেখতে সঠিকভাবে তদন্ত করতে হবে। তিতাস গ্যাস সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিমটি তাদের অনুসনন্ধানে তিতাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বর্তমান কর্মকর্তা এবং এ বিষয়ে যারা সম্যক ধারণা রাখেন, তাদের সঙ্গে আলোচনা করে, পরে তথ্য সংগ্রহ করেন, সেটা পর্যালোচনাও করেন। এ ছাড়া তিতাসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনসহ ভুক্তভোগী সেবা গ্রহীতাদের বক্তব্য ও পর্যালোচনা করেন টিম। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা ও অডিট প্রতিবেদনও পর্যালোচনার আওতায় আনে তারা। সার্বিক পর্যালোচনার ভিত্তিতে আমাদের এই টিম তিতাসের দুর্নীতির উৎস ও ক্ষেত্র দেখতে হবে। এবং তা প্রতিরোধে সুপারিশমালা প্রতিবেদন আকারে কমিশনে দাখিল করেন।
মোজ্জামেল হক ভোরের খবরকে বলেন, তিতাসের এই প্রতিবেদনে ২২টি সম্ভাব্য দুর্নীতির উৎস প্রমান করা হয়েছে। এগুলো হচ্ছে-অবৈধ সংযোগ, নতুন সংযোগ অনীহা এবং অবৈধ সংযোগ বৈধ না করা, অবৈধ লাইন পুনঃসংযোগ, অবৈধ সংযোগ বন্ধে আইনগত পদক্ষেপ না নেওয়া, অদৃশ্য হস্তক্ষেপে অবৈধ সংযোগ দেয়া, গ্যাস সংযোগে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করা, বাণিজ্যিক শ্রেণির গ্রাহককে শিল্প শ্রেণির গ্রাহক হিসেবে সংযোগ দেওয়া, মিটার টেম্পারিং, অনুমোদনের অতিরিক্ত বয়লার ও জেনারেটরে গ্যাস সংযোগ, মিটার বাইপাস করে সংযোগ দেওয়া সংক্রান্ত দুর্নীতি, এস্টিমেশনের চেয়ে কম গ্যাস সরবরাহ করেও সিস্টেম লস দেখানো, ইচ্ছে করে ইভিসি (ইলেকট্রিনিক ভলিউম কারেক্টর) না বসানো। বিশেষ করে এসব দুর্নীতি প্রতিরোধে কমিশনের প্রতিবেদনে ১২ দফা সুপারিশ উল্লেখ করেছেটিম। কমিশনের এই প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হলে দুর্নীতি প্রতিরোধ সহজ হবে। এভাবে দুর্নীতি হওয়ার আগেই, তা প্রতিরোধ করা গেলে, মামলা করার প্রয়োজন পড়বে না।
তিনি আরও বলেন, সরকার যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে ঘোষণা দিয়েছে, কমিশন সে ঘোষণা বাস্তবায়ন র্নীতি নিয়ন্ত্রণে বহুমাত্রিক কার্যক্রম সফল করছে এসব দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবেই এ প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীনসরুল হামিদ দুদকের এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, দুদকের এই প্রতিবেদন গুরুত্বের সঙ্গে দেখে যথাযত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বমোননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি জানান, এই মন্ত্রণালয়ে তা কার্যকরভাবে অনুসরণ গ্যাসের কর্মকর্তারঅনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন কারণে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেছেন, বৈধ গ্রাহক সংখ্যা ৫২ হাজার, শিল্প গ্রাহক সংখ্যা ১৫০০। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানা ও সাভার থানায় মামলা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে জরিমানাও করা হয়েছে, এসব পৃথক মামলায় আসামী করা হয়েছে ৪৭-৫০ জনের মতো, তিনি দাবি করেন যে, এই মামলায় প্রায় এক হাজারেরও বেশি আসামী করা হয়েছে, এদের মধ্যে মাত্র কয়েকজন আসামীকে আটক করা হয়েছে! তিনি আরও বলেন, উক্ত ব্যাপারে ্ধসঢ়;একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিযোগ দিয়েছে সরকার, এখন থেকে তিনি বিষয়টি দেখবেন।
উক্ত ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফাউজুল কবির জানিয়েছেন, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিতাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, সরকারের সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা দরকার। অনেকেরই প্রশ্ন কোন খুঁটির শক্তিতে সরকারি সম্পদ তিতাস গ্যাস হরিলুট করছে? শুধু আশুলিয়ায় প্রায় লক্ষাধিক অবৈধ সংযোগ রয়েছে, এর কারণে বৈধ গ্রাহকদের সংযোগের চুলায় গ্যাস থাকেনা, টিপটিপ করে জ্বলে বলে তারা অনেকেই অভিযোগ করেন। সচেতন মহল বলছেন যে, সিরাজসহ জড়িতদের আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি দিলে, জেল দেয়া বা মোটা অংকের অর্থ জরিমানা করলে এই ভয়ে কেউ হয়ত সরকারি সম্পদ অবৈধভাবে ক্ষয়ক্ষতি করার সাহস করবে না। উক্ত প্রতিবেদন ধারাবাহিক ভাবে চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭