ঢাকারবিবার , ৫ জুলাই ২০২০
আজকের সর্বশেষ খবর

আওয়ামীলীগের কার্যালয় দখল করে চায়ের দোকান ভাড়া দেওয়ার অভিযোগ


জুলাই ৫, ২০২০ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দ মোরে অবস্থিত ৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় দখল করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে একটি সংগঠন গঠন করা হয়, এবং পাশাপাশি অফিসের সামনে চায়ের দোকান ভাড়া দেওয়ার অভিযোগ উঠে এসেছে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির বিরুদ্ধে।  পরে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির নেত্রীত্বে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবারো আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়, এতে নেতাকর্মীরা বলেন বিগত কয়েক বছর যাবত এটা আওয়ামী লীগের অফিস হিসেবে পরিচিত, এখানে চায়ের দোকান ও কারো ব্যক্তিগত অফিস কোন ভাবেই মেনে নেয়া যায় না, তাতে আওয়ামীলীগের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে বলে ব্যক্ত করেন,  তারা আরো বলেন আওয়ামী লীগ আমাদের প্রাণের সংগঠ সেই সংগঠনের মান সম্মান ক্ষুন্ন হোক এটা আমরা চায় না, এ সময় নেতাকর্মীরা অফিসের সামনে থেকে অবিলম্বে চায়ের দোকান উচ্ছেদের দাবী জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূইয়া সন্মানিত সদস্য রাজবাড়ী জেলা পরিষদ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রেজাউজ্জামান খান (বাবু), রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লহ বিশ্বাস।  শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মস্তোফা,  শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শহিদ খান, শহীদ ওহাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (বাবু) মেম্বার ৫নং ওয়ার্ড,  শহীদ ওহাবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম বিন খলিল (সুমন), শদীদ ওহাবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, রুবেল মন্ডল শ্রমবিষয়ক সম্পাদক শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।