ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২০

সাংবাদিককে মারায় টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা জেলে


জুলাই ১৬, ২০২০ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর টঙ্গিবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খানকে মেরে গুরুতর আহত করার ঘটনায় টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু মাঝি ও উপেজলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝির ছেলে রামিম মাঝিকে জেল হাজতে প্রেরণ করেছেন বিচারক। বুধবার দুপুরে তারা মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী -৪ আদালতে আত্মসমার্ন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মুক্তা মন্ডল তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্যঃ গত ৭ জুলাই ওয়াইফাই সংযোগ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সুমন খানের স্ত্রী সাহেলা বেগম ১০ জনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন। তার পর থেকে আসামী দীপু মাঝি ও রামিম মাঝি পলাতক ছিলেন। টঙ্গিবাড়ীর ওসি হারুন অর রশিদ জানান, ওয়াইফাই লাইন টানাকে কেন্দ্র করে মারামারি ঘটনার আসামী দীপু ও রামিম মাঝি। তারা বুৃধবার কোর্টে আত্মসর্মান করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।