নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আঞ্জুয়ারা বেগম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার শ্রীরামপুর গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। বুধবার সকালে উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নাসির তাঁর স্ত্রী ও ছেলে মটরসাইকেলযোগে মহাদেবপুর উপজেলার বিন্দারামপুরে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে গণেশপুর ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলের ইট ভাটার একটি বেপোরোয়া গতির ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আঞ্জুয়ারা বেগমের মৃত্যু হয়। এ ব্যাপারে মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।