ঢাকাবুধবার , ২৪ জুন ২০২০

নওগাঁর সাপাহারে সামান্য বৃষ্টিতেই হাটুজল! দুর্ভোগ চরমে


জুন ২৪, ২০২০ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর সাপাহার উপজেলার তিলনা মোড় সড়কে সামান্য বৃষ্টিতেই হাটুজল জমে। সড়কের উপর বৃষ্টির পানি জমে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় সামান্য বৃষ্টি হলেও তা নিষ্কাশন হয়না।  এছাড়া, ড্রেনগুলোতে পলিথিন, ময়লা-আবর্জনা আটকে ওই এলাকার পানি ঠিকমতো নিষ্কাশন না হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ওই এলাকার জনসাধারনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বুধবার দুপুরে মাত্র ২০ মিনিটের বৃষ্টিপাতে ওই সড়কে প্রায় ১ ফিট উচ্চতার পানি জমে। জানা গেছে, উপজেলা সদরের তিলনা মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাসার সামনের রাস্তায় একটু বৃষ্টি হলেই হাটুপানি জমে। উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কটির এমন নাজেহাল অবস্থায় যানবাহন চলাচলে ভোগান্তিতে পরতে হয়। এছাড়াও, মোড়ে অবস্থিত অনেক দোকানে পানি উপচে ঢুকে পড়ে। দোকানীদের অভিযোগ, সড়কের পাশের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ঠিকমত পানি নিষ্কাশন হতে পারেনা। ফলে ওই এলাকার দোকাকদারসহ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এবিষয়ে সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল জানান, ওই মোড়ের চারিদিকে অনেক নতুন বাড়ি তৈরি হয়েছে। সড়কটি একটু নিচু হওয়ায় আশে-পাশের বাড়ির পানি এসে সড়কে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীর সাথে এ বিষয়ে কথা বলেছি জানিয়ে তিনি আরও বলেন, ওই সড়কটি বর্তমান লেভেল থেকে আরও উঁচু করতে হবে। সেইসাথে পাশের ড্রেনটি আরও বড় আকারে তৈরি করলে পানি নিষ্কাশনে আর সমস্যা হবে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।