নওগাঁ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর এলাকায় এক আম বাগানের চার শতাধিক আমগাছ কেটেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার ২৯ জুন গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। আম বাগানের মালিক মো. আব্দুল খালেক বলেন, গত বছর এক লক্ষ টাকা খরচ করে আমগাছ কিনেছিলাম। বাগানে গাছগুলি লাগানোর পর পরিচর্যা করার জন্য আরও টাকা খরচ করি। আজ সকালে বাগানে এসে দেখি প্রতিপক্ষের লোকজন শত্রুতাবশত বাগানে চারশ’র বেশি আমগাছ কেটেছে এবং কিছু গাছ উপড়ে ফেলেছে। তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে মামলা চলছে। এ কাজ তিনি করতে পারেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে পোরশা থানার ওসি শাহিনুর রহমান শাহিন জানান, লোকমুখে এমন সংবাদ শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭